Main Logo
আপডেট : ৬ জুলাই, ২০২৪ ১০:৩৯

নিখোঁজ কল্পনার সুরম্য জলপান

মোহাম্মদ শহীদুল্লাহ্

নিখোঁজ কল্পনার সুরম্য জলপান
ধাবমান মূর্খতার জনসমুদ্রে
উদ্বায়ী জলঘুর্ণির অবাধ্য ফোয়ারা,
ফুরফুরে হাওয়ায় মাতম শুনছি
অবজ্ঞার করুণ যমালয়ে।
 
স্বপ্ন-বিভোর তরঙ্গ,
দৈর্ঘ্যে-প্রস্থে বৈরিতার কম্পাঙ্কে
আসর জমানোর খোলামাঠে
জীবন নামের জুয়া।
কাল্পনিক চিঠি লেখক এখনো
লাঙলের ডগায় রক্ত খুঁজে পায়নি।
 
প্রাগৈতিহাসিক দাগাঙ্কে এক্কাদোক্কায়
হার মেনে
নিরস মাটির ভাজ চুয়ে আরটেশীয় জল
আর আসে না শুকনো নহরে,
 
মাছরাঙার মতোই নধর মাছের ওপর তীক্ষ্ণদৃষ্টির আড়ালে সুবাস ছড়ানোর 
নগরবাজ গন্ধরাজ,
হারিয়ে যায় নিটোল অন্ধকারে।
উপরে