Main Logo
আপডেট : ৮ জুলাই, ২০২৪ ১০:২৭

রুদ্ধ মুখরতা

হাফসাতুন নাহার সুরভি

রুদ্ধ মুখরতা
প্রাণোচ্ছল বাসন্তিকা মলিন ভূষণে,
হারিয়েছে চিরন্তন সবুজ তারুণ্য, 
লাবণ্য হারা বিলাসী, হাতছানি শূন্য 
হর্ষে মাতানো ফাল্গুনী ধূসর ভুবনে।
গুনগুন বাতায়ন গাহিলো না গান,
পাপিয়া ঘুমে বিভোর পায়নি বারতা,
কৃষ্ণচূড়া ফুটিলো না রুদ্ধ মুখরতা,
কুহু কুহ কুহুতানে,নেই আহ্বান।
 
লজ্জা রাঙা নববধূ ফাল্গুনী বাহার,
রুক্ষ পাথরে আবদ্ধ, মাধুকরী দ্বার।
কালবৈশাখী আনিলি ফাগুন জোয়ার,
গাহিছে বসন্ত পিক মিষ্টি সুরে গান,
কাষ্ঠ শাখা প্রশাখায় ফুল সমাহার,
চৈতালীর তাপদাহে সম অবদান।
উপরে