দুঃখের অনুবাদ
নাজমুল ইসলাম
ঝিঁঝি ডাকা সন্ধ্যা স্মৃতিগুলো বাজাচ্ছে দুঃখের সানাই
হলদে পাতার উপর নৃত্যরত বুনো বৈশাখের দল
নিষ্প্রাণ বসন্ত মুমূর্ষু পৃথিবীর কাছে ভিক্ষা করছে আয়ু
হৃদয় গহ্বরে জড়ো হচ্ছে স্বপ্নপোড়া শোকের আর্তনাদ
চিতার অনলে পুড়ছে ক্ষুধার্ত শিশুর বিবর্ণমুখ
ঊর্ধ্ব আকাশে হাসছে মৃত জনতার ভাতের ঘুড়ি
আমাদের হাত নেই আলমারিতে কাঁদছে ছেঁড়া ফুলহাতা শার্ট
লালশাড়ির দগ্ধ আঁচলে মুখ লুকিয়ে হাসছে স্বার্থান্ধ প্রিয়তমা
কে পাঠ করে পোড়া কপালের ক্যানভাসের দেয়াল লিখনী
স্বার্থের চর্চা ফেলে কে করে অন্যের দুঃখের নিখুঁত অনুবাদ
অথচ আমার হৃদয় খনন করলেই পেয়ে যেতে দুঃখের খনি
এক আকাশ স্বচ্ছ প্রেম আর বোবা অভিমান
হে প্রিয়তমা, তোমার অকৃপণ অবহেলার জৈব সারে
আর কতকাল বেড়ে উঠবে নোনা জলে জিইয়ে রাখা প্রেমের বৃক্ষ
অনাথ দুঃখগুলোকে জাপ্টে ধরে কতকাল বেঁচে থাকলে
মরা নদীর তৃষিত বুক পেয়ে যায় জলের আশীর্বাদ...