Main Logo
আপডেট : ১২ জুলাই, ২০২৪ ০৯:৫২

যদি আসি কোনোদিন তোমার দুয়ারে

জারমিন কোমা সৌহেলী

যদি আসি কোনোদিন তোমার দুয়ারে
তোমার দুয়ারে আসি যদি কোনো এক বিষণ্ণ দুপুরে,
কিংবা পাতা ঝরা শীতের কোনো এক বিকেলে।
অথবা বর্ষার কোনো এক কাক ভেজা সন্ধ্যায়।
দুয়ারে কি বাঁধানো থাকবে বিজ্ঞাপন -'প্রবেশ নিষেধ'। 
নাকি কুণ্ঠিত প্রহরির মতো দাঁড়িয়ে থেকে
ফিরতে হবে নিয়ে বিষণ্ণের ঝুলা ভরা নিঃশ্বাস?
না একডালা ফুল হাতে দুয়ারে দাঁড়িয়ে বলবে-এসো...
এসো মোর প্রিয় আমার সাজানো আঙ্গিনায়। 
বরণে মুখো আবরনে মৃদু হাসি, উদাসি দৃষ্টিতে 
বলবে স্বাগতম, নাও ফুলময় এই ক্ষণ।
না সঙ্কুচিত চোখ নিয়ে বলবে আজ আমি ব্যাস্ত ভীষণ, এসো অন্য কোনোদিন, অন্য কোনো প্রহরে।
যদি আসি বসন্তের এক স্নিগ্ধ ভোরের আবছা আলোয়,
অথবা রৌদ্রমাখা কুকুরের হুঙ্কার ছড়ানো কাঠ ফাঁটা রোদে।
তুমি বলবে কি এসো দুয়ারের এপাশের শীতল ছায়ায়,
এক ঢোক চিনির শরবত অথবা হাতে নিয়ে ভেজা গামছা।
নাকি হাসিমাখা বাহানায় কোনো ছলে বলে দিবে 
আজ বাসা ফাঁকা, কেউ নেই, তুমি অন্য সময় এসো।
নাকি দুয়ারের এপাশের ঝুলন্ত তালায় সাজিয়ে
রেখে আসতে হবে আমার সব না বলা স্বাদ আহ্লাদ?
যদি আসি কোনেদিন তোমার দুয়ারে?
জানাবে কি আমায়?
কি হবে, কি দিবে, কি নিয়ে ফিরবো সে বেলায়?
উপরে