জীবনের ঝুঁকি
আবদুল্লাহ রাছেল
শিল্পীর তুলিতে আমি আঁকিনি প্রতিচ্ছবি
কালস্রোতে পেরিয়ে গেছে দিনান্তের রবি |
শূন্য বেদীতে উঠেছে অশত্থের বিপুল সারি
ভাঙ্গা দেউলে আজ আসে না কোনো নিত্য পূজারী |
অক্ষত তবু কবির ভাবুক লেখনীর অবয়ব
তারি মাঝে তলোয়ার হাতে কোতোয়ালের উৎসব |
জরা মৃত্যু ব্যাধিতে বিলুপ্তপ্রায় মনুষত্বের ইতিহাস
প্রজ্জ্বলিত অরণ্য থেকে আসে গরল নিঃশ্বাস!
ব্যথিত হতাশ প্রেতাত্মার বিবর্ণ জটিল চিৎকার
সভ্যতার বক্ষস্থলে তবে কি এ এক নিষ্ঠুর ধিক্কার ?
বিপন্ন ক্ষুধার্ত বিধ্বস্ত অগনিত মানুষের সারি
মৃত্যুর মিছিলে সাধু শয়তান বিবস্ত্র, কেউ কৌপিনধারী |
গুপ্তঘাতী বৈরীরা আজ তারাও এসেছে সম্মুখ সমরে
দ্বিধাহীন প্রতিপক্ষ নিরুপায় হয়ে উঠছে গুমরে গুমরে |
শতাব্দীর ছদ্মবেশে সময় পেরিয়ে যাচ্ছে নিশ্চুপে
ইতিহাসের কালির অক্ষর ভরে যাচ্ছে কারচুপে|
নিশান্তের রক্তিম প্রভাত তবে কি কুজ্জ্বটিকায় ছেয়ে যাবে?
ধরিত্রীর গোপন অন্ধকারে
কি লেখা আছে , কেউ কি সেকথা ভাবে ?
ক্ষয়িষ্ণু মৃত্তিকার বিদীর্ণ আত্মদানে তৈরী যে পলিমাটি
বুভুক্ষিত জনরোষে তা কি আর হয়ে উঠবে খাঁটি ?
জীবন-মৃত্যুর মুখোমুখি এ সভ্যতার ভয়াল পদচিহ্ন
দীর্ণ করেছে মনুষত্বের ধ্বজা, চক্রান্তে করেছে হৃদয় ছিন্ন |
জীবনের মহাসাগরে উঠেছে যে লহরী,ভাঙ্গছে সে তীরের রেখা
দূর-সুদূরে অগ্রে পশ্চাতে শুধুই শীর্ণকায় মানুষের দেখা |
প্রতিবিম্বের প্রতিচ্ছবিতে চলছে অকারণ ঠুকাঠুকি
তাই তো এ ঘূর্ণিত পৃথিবীতে বেড়ে যাচ্ছে জীবনের ঝুঁকি!