Main Logo
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৭

ঘাস ফুল

ফাতেমা আক্তার

ঘাস ফুল

কত ছন্দে দোলে আনন্দে

হেঁটে চলি আল পথ ধরে,
শিশির ভেজা ঘাস
ছোট ছোট ঘাস ফুল 
মলে যায় সেথা পায়ে দলে। 

বাগানে ফোটা ফুলের মতো
পায় না কারো স্পর্শ সে তো,
হয় না তো ঠাঁই কারো ফুলদানিতে,
তবুও সে ফোটে, মিটি মিটি হাসে 
গা ভাসায় হাওয়ার স্রোতে।

হেলা আর অবহেলায় জীবন -
সায়াহ্ন যখন পৌঁছে যায়, 
মিনতি করে বলে আমারে-
দিয়ে যাও আদর আলতো করে।

আমাকে না হয় নাই বা দিলে
তোমার চিত্তে ঠাঁই 
আমায় দেখে একটু হাস
এইটুকু শুধু চাই।

উপরে