আপডেট : ৯ মে, ২০২০ ১৯:৪৯
প্রশাসন হিংস্র হয়ে উঠেছে : ফখরুল
অনলাইন ডেস্ক
প্রশাসন হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ মে) দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরতি এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, অদৃশ্য আততায়ী করোনার মরণ ছোবলে বাংলাদেশসহ বিশ্বের মানুষ মৃত্যুভয়ে আতঙ্কিত। এহেন শঙ্কিত পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যখন দেশব্যাপী দিন আনে দিন খায় নিরন্ন মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তখন সরকারি প্রশাসন নেতাকর্মীদের গ্রেফতারসহ বিভিন্ন কায়দায় জুলুম-নির্যাতন চালাতে হিংস্র হয়ে উঠেছে। শুক্রবার গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদকে ইফতার পূর্ব সময়ে স্থানীয় বিএনপির ত্রাণ বিতরণ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান থেকে কোনো কারণ ছাড়াই পুলিশ কর্তৃক গ্রেফতার সেই হিংস্রতারই বহিঃপ্রকাশ। পবিত্র রমজানেও প্রতিহিংসার শিকার ফারুক আহমেদকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদকে শুক্রবার ইফতার পূর্বসময়ে গ্রেফতার সরকারের জুলুম নির্যাতনেরই নিরবচ্ছিন্ন অংশ। আমি ফারুক আহমেদকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।