Main Logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২৩ ১৫:১০

তিন দাবিতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
তিন দাবিতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ

তিন দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে যুব সমাবেশ করছে ইসলামী যুব আন্দোলন। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ শেষে এ সমাবেশ শুরু হয়।
দাবি তিনটি হলো- নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা।
দেখা গেছে, শুক্রবার সকাল থেকে দলে দলে বায়তুল মোকাররমে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন যুব ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সমাবেশ প্রাঙ্গণে একত্র হন তারা। এসময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

 

উপরে