বৃহস্পতিবার জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দুপুর ১২টায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করবেন।
বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির এবারের নির্বাচনী ইশতেহার ১ বছরেরও বেশি সময় ধরে কাজ করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, বেকার সমস্যা নিরসন ও চাকরী প্রত্যাশীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কিছু যুগান্তকারী কর্মপরিকল্পনা রয়েছে এবারের ইশতেহারে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দেশের শাসন পরিচালনার একটা নিজস্ব দর্শন রয়েছে, যা থাকবে এবারের ইশতেহারে।
মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে নিয়ে আসা, ব্যাংক খাতের লুটপাট বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থার আমুল পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঢাকার পরিবর্তে বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও স্থানীয় সরকারকে অধিক ক্ষমতা দেওয়া, প্রতিটি উপজেলায় একটি করে হাসপাতাল নির্মাণ, ডিজিটাল ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ আরও অনেক প্রস্তাবনা ও রূপরেখা থাকছে এবারের নির্বাচনী ইশতেহারে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আবারও বিরোধী দলের আসনে বসতে মরিয়া জাতীয় পার্টি ।