Main Logo
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৪

সাবেক তিন মন্ত্রী ফিরলেন নিজ পেশায়

নিজস্ব প্রতিবেদক
সাবেক তিন মন্ত্রী ফিরলেন নিজ  পেশায়


অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী। তিন জনই পেশায় আইনজীবী। এই তিন জনই ছিলেন গত সরকারের আমলে মন্ত্রী। 
একাদশ সংসদে কেবিনেটের তিন সদস্য নতুন সরকারে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। তাই তারা তাদের নিজ পেশায় ফিরে এসেছেন।
গতকাল  রোববার (১৪ জানুয়ারি) তারা আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে এসেছিলেন।
সাবেক এই তিন মন্ত্রী আগে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

রোববার তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে মিলিত হন তারা। এ সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অন্যান্য আইনজীবীরা।

সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মন্ত্রী না হওয়ায় আইন পেশা পরিচালনায় তার কোনো বাধা নেই।   তাই সকালেই তিনি নিজ চেম্বারে আসেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম গৃহায়ণ ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়।

উপরে