আপডেট : ১০ জুলাই, ২০২৪ ০৭:২৬
ছেলেধরা
রাজিব হাসান রাজ
বন্ধু সাজো সুজন সাজো
পরকে করো আপন,
ঠোল্লা দিয়ে মোল্লা সেজে
বাঁধো পরের বাঁধন।
নীতিকথার ফুল ছড়িয়ে
ভালো সাজো লোকে,
উল্টা পাল্টা বচন দিয়ে
ধাঁধা লাগাও চোখে।
একে ছাড়ো দুইয়ে ধরো
তিনকে ডাকো ঘরে,
স্বার্থ তোমার হাসিল হলে
চারকে আনো ধরে।
সময় তোমার যাচ্ছে চলে
বাজবে বিষের বীণ,
কেমন করে দিবে জবাব
কাল হাশরের দিন?