আপডেট : ১৫ জুলাই, ২০২৪ ০৬:২৬
পূর্ণিমা
হালিমা সুলতানা
চাঁদ রাঙা এক পূর্ণিমার রাত
হেসে কুটিকুটি,
অমাবস্যার আঁধার আমি
পূর্ণিমাতে লুঠি।
আকাশ গায়ে আলো ছড়াই
চাঁদের গায়ে জামা,
রুপোর থালায় সাজন আসে
ভেঙে আঁধার তামা।
চাঁদ শরীরের খুশির জোয়ার
পনেরো দিন আসে,
আঁধারটাকে দূরে ঠেলে
আলো ভালোবাসে।
চাঁদের বুকে বুড়ি আসে
সঙ্গে নাটাই সুতো,
চাঁদের নাতি পূর্ণিমাতে
খুঁজে রুপোর জুতো।
রুপোর সাজে সবাই সাজে
পূর্ণিমার হয় বরণ,
চাঁদ আড়ালে অমাবস্যার
লুকিয়ে হয় মরণ।