Main Logo
আপডেট : ৩০ মার্চ, ২০২৪ ১০:৪৮

নরকে কফি পান

সরকার হুমায়ুন

নরকে কফি পান
মৃত্যুর পর হিটলারকে নরকে পাঠানো হলো- যখন তিনি নরকে পৌঁছলেন তখন রক্ষী তাকে সালাম দিয়ে 'স্বাগত', জানিয়ে বলল, "স্যার! এখানে আপনার জন্য তিনটি অপরিবর্তনীয় পছন্দের স্হান রয়েছে, যেখানে আপনি চিরকাল কাটাবেন। চলেন স্যার! আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আপনার পছন্দমত থাকার জায়গা বেছে নিতে পারবেন।"
প্রথম ঘরটি এমন লোকেদের জন্য  যারা একটি খাড়া পাহাড়ের উপরে বড় বড় পাথর বয়ে নিয়ে যাচ্ছিলো। পা পিছলে নিচে পড়ে গেলে নিয়োজিত রক্ষীরা তাদেরকে পেটাতে থাকে। পাথর মাথায় নিয়ে নরকীরা আবার উপরে উঠতে থাকে।
 
 হিটলারকে তখন দ্বিতীয় ঘর দেখানো হয়। এটিতে হাজার হাজার কম্পিউটারে ভর্তি ছিলো । প্রত্যেক অপারেটরের পেছনে একটি রক্ষী দাঁড়ানো। টাইপিং এ ভুল হলেই রক্ষী অপারেটরের গালে কষিয়ে চড় মারে।  হিটলার অত্যন্ত আতঙ্কিত হয়ে উঠলো ।
শেষ কক্ষটি মানুষের মল দিয়ে ভরা ছিলো ,সেখানে হাজার হাজার মানুষের গলা পর্যন্ত মলে ডুবানো। প্রতিটি
ব্যক্তির কাছে এক কাপ করে কফি ছিলো । যা সে চুমুক দিচ্ছিলো ঠিক পায়খানার ময়লার উপরে।
নরক রক্ষী জিজ্ঞেস করলো, "স্যার! আপনি কোন্ ঘরটি থাকার জন্য নিতে চান?"
হিটলার এক সেকেণ্ডের জন্য ভেবে বললেন, "তৃতীয় ঘরে, অন্তত কোনও শারীরিক কাজ নেই, কফিও উপভোগ করা যাবে।"
 "ঠিক আছে, আপনাকে তৃতীয় রুম বরাদ্দ করা হলো।"
 হিটলার মলের মধ্যে ঝাঁকুনি দিয়ে অপেক্ষা করতে লাগলেন। যে কেউ তার জন্য কফির কাপ নিয়ে আসবে। ঠিক তখন তিনি পিছনের বড়ো দরজার কাছ থেকে রক্ষীর চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। বলছে "ঠিক আছে, সবাই কাজে ফিরে এসো। কফি বিরতি শেষ!"
রক্ষীরা লাঠি হাতে নিয়ে তাদের মাথার উপর দাঁড়িয়ে আছে!
 
 
উপরে