Main Logo
আপডেট : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ২২:৪১

‘রান করার জন্যই আমরা টাকা পাই’

অনলাইন ডেস্ক
‘রান করার জন্যই আমরা টাকা পাই’

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ রাহি জানিয়েছেন, ক্যারিবীয়দের ২৭০ থেকে ৩০০ রানে আটকে রাখতে চান তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য, দ্বিতীয় দিন দলীয় সংগ্রহটা ৩৫০ রানের ওপরে নিয়ে যাওয়া।

টস জিতে ব্যাটিং করা ক্যারিবীয়রা দিনের প্রথম সেশনে হারিয়েছে ১টি উইকেট, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেশনে বাংলাদেশ তুলে নেয় ৩টি উইকেট। আর শেষ সেশনে আরও ১ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা। এখন তারা চায়, যত বেশি সময় সম্ভব ব্যাটিং করা।


দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার বলেছেন, 'আমাদের কিছু উইকেট গেছে। এটাই আসলে খেলার ধরন। আমি এবং জশুয়া (ডা সিলভা) উইকেটে আছি। বাকিরাও আসবে। আমি মনে করি, এখন যত বেশি সময় সম্ভব খেলা গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ৩৫০ রানের বেশি যেকোন কিছুই দারুণ সংগ্রহ হবে।'

চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে বোনারের। ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানে থামেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রমাণ করেন নিজের সামর্থ্য। ক্যারিবীয়দের অবিস্মরণীয় জয়ে খেলেন ২৪৫ বলে ৮৬ রানের ইনিংস, অভিষেকে ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ারসের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ২১৬ রানের রেকর্ড জুটি। ধারাবাহিতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচের প্রথম দিন ৭৪ রানের অপরাজিত বোনার।

তার নিজের মতামত হলো, মূলত রান করার জন্য পারিশ্রমিক দেয়া হয় তাদের, তাই সেই চেষ্টাই করে যান। বোনারের ভাষ্য, 'আমার জন্য বিষয়টা হলো, খেলার প্রতিটা অংশেই আমি চাপ সৃষ্টি করে খেলি। আমরা ধারাবাহিকভাবে রান করতেই পারিশ্রমিক পাই এবং আমি সেটারই চেষ্টা করে চলেছি।'

চট্টগ্রামের উইকেটের সঙ্গে তেমন পার্থক্য খুঁজে পাননি বোনার, 'আমার মনে হয়, এ উইকেটে বাউন্স একটু বেশি। এছাড়া বাকি সব (চট্টগ্রামের) একই। তাই এখনও পরিকল্পনাটা একই। যত বেশি সম্ভব সামনের পায়ে খেলা এবং বল দূরে দূরে রাখা।'


বাংলাদেশে নিজেদের বিরুদ্ধ কন্ডিশনে সাফল্য পাওয়ার রহস্য হিসেবে তিনি বলেন, 'আমি আগেও বলেছি, (সাফল্যের) কোনো রহস্য নেই। আপনাকে স্পিনের সঙ্গে খেলতে হবে, যত বেশি সম্ভব। আপনাকে সামনের পায়ে খেলতে হবে এবং উইকেটেও সামনের পায়ে থাকতে হবে।'

সূত্র : জাগো নিউজ

উপরে