হার্দিক পান্ডিয়া আহত
বাকি বল করেন বিরাট কোহলী
বাংলাদেশ ভারতের ম্যাচে ভারতের বোবার হার্দিকপান্ডিয়া আহত হয়েছেন। প্রথম ওভারের তিন বল খেলার পর তিনি আহত হয়ে যান। পরে তিনি মাঠ থেকেই উঠে যান। পরের তিনটি বল করেন বিরাট কোহলী। এর আগে পান্ডের পর পর দুটি বলে চার মারেন লিটন দাস। লিটন দাসের জোরালো বল পা দিয়ে আটকাতে গিয়ে আহত হন পান্ডিয়া। অস্টম ওভারের খেলার সময় এ ঘটনা ঘটে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।