Main Logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৫৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ইডেনে ফিরছে বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ইডেনে ফিরছে বিশ্বকাপ
বিশ্বকাপ ক্রিকেট অবশেষে কলকাতায় ফিরছে। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ইডেন গার্ডেনস এবারের বিশ্বকাপের অংশ হতে যাচ্ছে। আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
 
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে নেমেছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল জয় দিয়ে। কিন্তু তারপরেই পথ হারায় দলটি। একে একে চার ম্যাচে হেরে নাজুক অবস্থায় সাকিব আল হাসানরা। আজ জয়ের ট্রাকে ফেরার সুযোগ তাদের সামনে। প্রতিপক্ষের নাম নেদারল্যান্ডস হওয়ায় এই স্বপ্ন এখন দেখতেই পারে টাইগাররা।
আগের ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছে। তার মাঝে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাহমুদউল্লাহর সেঞ্চুরি। ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সেঞ্চুরি করে দলের হারের ব্যবধান কমাতে সহায়তা করেছিলেন তিনি। তবে বাংলাদেশের বোলিং ছিল যাচ্ছেতাই। শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৪ রান নিয়েছিল। তাসকিন ফেরায় বোলিং দুর্দশা থেকে রক্ষা পেতে পারে বাংলাদেশ।
 
নেদারল্যান্ডসও এক বাজে হার সঙ্গী করে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ডাচরা। সেই হারের ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ আজ তাদের সামনে।
পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অবস্থা এখন সমানে সমান। উভয়ের পয়েন্ট ২। তবে রান গড়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। আর নেদারল্যান্ডসের অবস্থান দশ নম্বরে। আজ উভয় দলের সামনে সুযোগ এসেছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। সমান পয়েন্ট দুই দলের মাঝে রয়েছে ইংল্যান্ড।
 
ইডেন গার্ডেনসে গত ছয় বছরে একটা মাত্র ওয়ানডে ম্যাচ হয়েছে। স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং বান্ধব। অবশ্য গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা মাত্র ২১৫ রানে অল আউট হয়েছিল। তবে আইপিএলের ম্যাচগুলোয় সাধারণত বড় রানের দেখা মেলে।
 
বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এ পর্যন্ত ওয়ানডেতে দুইবার মুখোমুখি হয়েছে। সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল এক যুগ আগে, ২০১১ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ ও ওয়েসলি বারেসি এবারের বিশ্বকাপে দলে রয়েছেন।
পাঁচ ম্যাচের চারটিতে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন অনেকটা এখন নড়বড়ে। তবে দলের পেস বোলার তাসকিন আহমেদ তেমনটা মনে করেন না। তিনি বলেন, বিশ্বকাপ এখনো শেষ হয়নি। এখনো আমাদের চারটি ম্যাচ বাকি রয়েছে। যদি সবগুলো ম্যাচ জিততে পারি তাহলে যে কোনো কিছু ঘটতে পারে। কেননা পয়েন্ট সমান হলেও রান রেটের ব্যাপার থাকবে। সুতরাং আমরা যদি বাকি চার ম্যাচে জিততে পারি তাহলে ভিন্ন একটা গল্প তৈরি হবে। যাহোক এখন আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবছি।একটার পর একটা ম্যাচ নিয়ে আমরা এগুতে চাই।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। গত দুইদিন নেটে পুরোদমে বোলিং করেছেন। ফিরতে পারেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপকক্ষে ছয় বোলার তত্ত্ব কাজ না করায় এই পরিবর্তন আসতে পারে।
 
অন্যদিকে নেদারল্যান্ডস দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাক্স ও ডোউড ফিরতে পারেন দলে।
বাংলাদেশ (সম্ভাব্য): তানজীদ হাসান, লিটন দাস, নাজুমল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ/তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস (সম্ভাব্য): বিক্রমাজিত সিং, ম্যাক্স ও ডোউড, কলিন অ্যাকারমান, সাইব্রান্ড এঞ্জেলব্রেখট, তেজা নিদামানুরু, লগন ফন বিক, রোলোফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরন।
 
উপরে