অ্যাঞ্জেলো ম্যাথিউস হেলমেট ছোড়ে মারলেন
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো কোন ব্যাটসম্যান টাউম অউটের শিকার হলেন। এ কারন কোন বল মোকাবেলা না করেই তাকে আউট ঘােষণা করেছেন আম্পায়ার। সেই ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশ শ্রিলঙ্কার মধ্যকার খেলা চলার ২৪ ওভারের সময় এ ঘটনা ঘটে। বাংলাদেশের শাকিব আল হাসান বল করছিলেন। তার বলে সাদিরা সামারাউইক্রামা আউট হয়ে যান। এর পর খেলতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু তার যে হেলমেট ছিল তা নিয়ে তিনি খুশি ছিলেন না। তাই তিনি সেটা বদলাতে চেয়েছিলেন। এ করতে করতে তার সময় চলে যায় দুই মিনিট। দুই মিনিট পরে তিন বল মোকাবেলা করতে গেলে টাইম আউটের আবেদন জানায় বাংলাদেশ। সঙ্গে সঙ্গে আম্পায়ার তাকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। ম্যাথিউস রাগে গড় গড় করতে করেত মাঠ চাড়েন। মাঠের রশি পেরিয়েই ছোড়ে মারেন তার হেলমেট। যা বারবার দেখানো হচ্ছিল টিভিতে। প্রথম বারের মতে এমন ঘটনা ঘটেলা ক্রিকেট খেলায়।