মিরপুরে এসেছেন সাকিব, করবেন বৈঠক
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলতে দল উড়াল দিয়েছে সিলেটে। এর মধ্যে বুধবার (২২ নভেম্বর) বিসিবিতে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এসেছেন সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলছেন না তিনি।
বিশ্বকাপের শেষ ম্যাচে চোটের কারণে খেলা হয়নি। এরপর দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান তিনি। এরপর মঙ্গলবার জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন সাকিব।
আজ বুধবার এসেছেন বিসিবিতে। এসে ক্রিকেট অপারেশনস রুমে বেশ কিছুক্ষণ থাকেন তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক।
বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বৈঠক করার কথা রয়েছে তার।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। নয় ম্যাচের কেবল দুটিতে জয় পায় তারা। এরপর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপ চলাকালীন টুর্নামেন্ট শেষ হলে বিসিবির সঙ্গে বসার আগ্রহের কথাও জানান তিনি।