Main Logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৪০

টেস্টে বাংলাদেশের বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
টেস্টে বাংলাদেশের বিপর্যয়

 দ্বিতীয় ইনিংসে গতকাল ১৫ ওভারমেষে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করে দিন শেষ করেছিল। আজ সকালে খেলতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে। শুরুতেই মমিনুল হক আউট হন। এর পর মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ তিন  ব্যাটার সাজ ঘরে ফিরেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ৯৭ রান করে। বাংলাদেশের লিড ৮৯ রান।
আজ শুরু হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিন। আগের দুদিনের মেঘলা ভাবে খেলা হয়নি ঠিকঠাক। চতুর্থ দিনের সকালটা শুরু হয় জাকির হাসানের দুটি চারে। মুমিনুল হকের সঙ্গে তার জুটিও গড়ে ওঠেছিল। কিন্তু এলবিডব্লিউ হয়ে মুমিনুলের ফেরায় ভেঙে গেছে সেটি।  আর কোন জুটি গড়ে উঠেনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানের জবাবে ১৮০ রান করে কিউইরা। পরে দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারমেষে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বাংলাদেশ।  
২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। 

উপরে