গল্প
গোস্ত
সংগৃহীত
ছাত্র : "স্যার" আজ মায়ের রান্না করতে দেরি হয়েছে । তাই আমারও আসতে দেরি হয়েছে ।
স্যারঃ এটা হলো তোদের অজুহাত । হাত পাত তোর ২০ মিনিট দেরি হয়েছে । তারজন্য ৫ টা বেতের বাড়ি খেতে হবে ।
ছাত্র : স্যার মাফ করে দেন । আর কোনোদিন দেরি হবে না ।
স্যারঃ না কোনো মাফ হবে না । হাত সামনে দে !!
ঠাসঠাসঠাসঠাস..... বে'তে'র আ'ঘা'ত...
স্যারঃ এখনো দুইটা বাকি আছে । হাত বের কর !
ছাত্র : (কান্না করে) স্যার আর মাইরেন না আমার হাতটা খুব ব্যথা করছে ।
স্যারঃ কান্না করে লাভ নেই । এটাই তোর শিক্ষা ।
ছাত্র স্যার একটা কথা বলবো ??
স্যারঃ কি বলবি বল !
ছাএঃ 'স্যার' আপনার মেয়ে কোনোদিন পানতা ভাত আর শুকনা ঝাল দিয়ে ভাত খেয়েছে । পানতা ভাত আর পাতলা ডাল দিয়ে ভাত খেয়েছে ।
স্যারঃ (একটু অবাক) না খায়নি ? আমার মেয়ে প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই ।
ছাএঃ "স্যার" আজ স্কুলে আসতে দেরি হয়েছে কেনো জানেন দুইটা মাস ধরে বাবাকে বলছি গোস্তো দিয়ে ভাত খাব । কিন্তু প্রতিদিন বলে মনে নেই, দোকান বন্ধ এইসব বলে । কাল অনেক রাতে বাবা হাফ কেজি গোস্তো নিয়ে এসেছে । আমি ঘুমিয়ে ছিলাম তাই হয়তো ডাকেনি ।
সকালে যখন গোস্তো দেখলাম আমার খুব গোস্তো দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল , মা কে বললাম গোস্তো দিয়ে ভাত খাব, মা তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছে । তাই পেট ভরে ভাত খেয়ে স্কুলে আসতে দেরি হয়েছে ।
স্যার আপনার মেয়ে গোস্তো ছাড়া ভাত খায় না আর আমি সব সময় পাতনা ভাত আর ডাল, আলু ভত্তা এগুলো প্রতিদিনের রুটিন । আমি ২ মাস ধরে বলে বলে তারপর ১ দিন গোস্তো দিয়ে ভাত খেলাম তাও আপনি আমাকে মা/র/লে'ন ।
স্যারঃ ছাএকে বুকে জড়িয়ে নিয়ে কেদে দিলো ।