Main Logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩ ০৯:২৮

আজকের গল্প

আয়নার রাজপ্রাসাদ

সরকার হুমায়ুন

আয়নার রাজপ্রাসাদ

এক রাজা একটি প্রাসাদ তৈরি করেছিলেন। প্রাসাদটির নাম ছিল আয়না ঘর। আয়নার প্রাসাদ।  প্রাসাদের মেঝে, দেয়াল, সিলিং ইত্যাদি সব জায়গায়  লক্ষ লক্ষ ছোট- বড়  আয়না বসানো হয়েছিল। পুরো প্রাসাদের  মধ্যে আয়না ছাড়া আর কিছুই ছিল না ।এইজন্য এটিকে  আয়নার প্রাসাদ বলা হতো ।  একবার এই প্রাসাদে একটি দুর্ঘটনা  ঘটলো।  রাজার কুকুরটি ভুল করে প্রাসাদের অভ্যন্তরে রাতে থেকে  গেল । প্রাসাদটি বাইরে থেকে লক করা ছিল।  যেই না কুকুরটি দেয়ালের দিকে তাকালো,সে ভয়ে আতঙ্কিত হয়ে উঠলো।  কেননা, সেখানে সে দেখলো লক্ষ লক্ষ কুকুর। তার চারপাশে সর্বত্র কুকুর আর কুকুর ।  সে প্রতিবিম্বিত হয়েছিল। তার নিচে, উপরে, সমস্ত দিকে - মিলিয়ন  মিলিয়ন কুকুর। যদিও সে কোন সাধারণ কুকুর ছিল না , সে ছিল রাজার কুকুর - খুব সাহসী - তবুও সে  একা ছিল।  সে এক ঘর থেকে দৌড়ে  অন্য ঘরে  গেলেও পালাতে পারলো না।   পালাবার কোনও পথ ছিল না।  সবশেষে সে ভয়ঙ্কর হয়ে উঠল।  সে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল।  কিন্তু বেরোনোর কোনও উপায় ছিল না - দরজাটি তালাবন্ধ ছিল। কেবল অন্যান্য কুকুরকে ভয় দেখাতে সে ঘেউ ঘেউ শুরু করলো। মুহুর্তের মধ্যে সে অন্য কুকুরগুলোর ওপর ঝাপিয়ে পড়লো  কিন্তু  তারা ছিল তার খাঁটি প্রতিচ্ছবি।  তারপরে সে  আরও আতঙ্কিত হয়ে উঠল।  অন্য কুকুরগুলোকে ভয় দেখাতে  শুরু করলো। সে আক্রমণাত্মক হয়ে লাফিয়ে দেয়ালের আয়নার ওপর আছড়ে পড়লো। অন্যান্য কুকুরগুলোও তার মতো লাফিয়ে লাফিয়ে তার ওপর পড়লো।  সকালে কুকুরটিকে মৃত পাওয়া গেল। কিন্তু কুকুরটি মারা যাওয়ার মুহূর্তে অন্যান্য  সমস্ত কুকুরও  মারা গেল।  প্রাসাদটি খালি পড়ে  রইলো ।  বাস্তবে  কুকুরটি ছিল একা এবং  তার লক্ষ লক্ষ প্রতিচ্ছবি ছিল। গল্প শেষ করে  সামস জী বললেন-এখানে আমি আপনি  কেবলমাত্র একটি বাস্তবতা, এর রয়েছে লক্ষ লক্ষ প্রতিচ্ছবি। প্রতিবিম্ব হিসেবে আমরা একে অপর  থেকে পৃথক। প্রতিচ্ছবি  হিসেবে আমি অন্যদের  থেকে পৃথক। কিন্তু আমরা যদি সত্যের দিকে অগ্রসর হয়ে স্বতন্ত্রতা অর্জন করতে পারি। তখন এই বিভাজন বিলুপ্ত হবে। তবে আমরা এক হতে পারবো । যখন একটি প্রতিচ্ছবি অন্য প্রতিবিম্ব থেকে পৃথক করা যাবে তখন একটিকে ধ্বংস করা যাবে এবং অন্যটিকে  সংরক্ষণ করা সম্ভব । এভাবেই একজনের মৃত্যু হয়। যদি কোন ঘরে এক হাজার একটি আয়না থাকে এবং একটি আয়না ধ্বংস হয়। তবে একটি প্রতিবিম্ব অদৃশ্য হয়ে যাবে - অন্যগুলো নয়। অন্যটিকে  ধ্বংস করা হলে : অন্য প্রতিচ্ছবি অদৃশ্য হয়ে যাবে - এর বাইরে নয়। যখন একজন মারা যায়, কেবল একটি প্রতিচ্ছবি মারা যায়।  কিন্তু যিনি প্রতিবিম্বিত হচ্ছেন তিনি অনন্তকাল রয়ে যান। এটিই কি অমরত্ব! তারপরে অন্য একটি সন্তানের জন্ম হয় - অর্থাৎ, অন্য একটি আয়না জন্মগ্রহণ করে।  আবার অন্য প্রতিবিম্ব। এইভাবেই এই বিশ্ব পরিক্রমার গল্পটি এগিয়ে চলেছে।  এইজন্য কেউ কেউ এই বিশ্বকে মায়া বলেন। মায়া মানে ম্যাজিক শো। আসলে কিছুই নেই। সব কিছুই ভ্রম।  কেবল সবকিছুর উপস্থিতি রয়েছে।  এটি পুরো একটি ম্যাজিক ওয়ার্ল্ড ।

উপরে